Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাদে ভরা রসমঞ্জুরীর ঘ্রাণ চরাঞ্চলের ভুট্টা-মরিচ গাইবান্ধার প্রাণ

ডাউনলোড ব্র্যান্ড বুক

গাইবান্ধা জেলা ব্র্যান্ডিং

বিস্তারিত

গাইবান্ধা জেলা ব্র্যান্ডিং বুক ডাউনলোড করুন

 

 

জেলা ব্র্যান্ডিং এর কর্মপরিকল্পনা

পরিকল্পনা বাস্তবায়নের সময় ও প্রেক্ষাপট বিবেচনা করে ব্র্যান্ডিং কর্ম-পরিকল্পনাকে তিনটি বিভিন্ন মেয়াদে ভাগ করা হয়েছে। যথা-    

* স্বল্প মেয়াদী : ০৬ মাস    
* মধ্য মেয়াদী: ০১ বছর ০৬মাস  
* দীর্ঘ মেয়াদী: ৩ বছর

প্রণীত কর্ম-পরিকল্পনা

* জেলা ব্র্যান্ডিং এর ব্র্যান্ড-পণ্য নির্ধারণ।
* লোগো ও ট্যাগলাইন তৈরি।
* জেলা ব্র্যান্ডিং এর বিভিন্ন কমিটি গঠন ও দায়িত্ব বন্টন।
* নিয়মিত সভা-সমিতির মাধ্যমে অগ্রগতি নিরূপণ ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণ।
* জেলা ব্র্যান্ডিং এর প্রচারণা।
* জেলা ব্র্যান্ড-বুক প্রণয়ন।
* জেলা-ব্র্যান্ডিং এর থিম সং তৈরি।
* পর্যাপ্ত পর্যটন-মান সম্পন্ন আবাসন সুবিধা নির্মাণ।
* যানজট নিরসন ও সড়ক ব্যবস্থার উন্নয়ন।
* পর্যটকের নিরাপত্তা নিশ্চিতকরণে সিসি ক্যামেরার ব্যবহার।
* গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা-ব্র্যান্ডিং কর্মকান্ডের পরিবেশনা ও উপস্থাপন।
* জেলা ভিক্ষুকমুক্তকরণ কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্রদের পুনর্বাসন এবং এর দ্বারা পর্যটকবৃন্দকে ভিক্ষুক কর্তৃক বিড়ম্বনা ও বিরক্তি উৎপাদন হতে রেহাই প্রদান।
* গৃহহীনকে গৃহদানের মাধ্যমে সবার জন্যে ঘর নিশ্চিতকরণ এবং এর মাধ্যমে রাস্তাঘাটে ভাসমান মানুষের সংখ্যা হ্রাস করে ব্র্যান্ড-জেলাকে পর্যটকের কাছে আকর্ষণীয় করে তোলা।
* আশ্রয়ন প্রকল্পকে সফল করার মাধ্যমে জেলাকে দরিদ্রমুক্ত করা ও জেলা ব্র্যান্ডিং এর মূল উদ্দেশ্য তথা জেলার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।
* অর্থনৈতিক অঞ্চল তৈরি ও এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা।
* নদীতীর ও চরে অধিক সংখ্যক পিকনিক স্পট ও পর্যটন স্পট সৃষ্টি করা।
* নদীমাতৃক পর্যটন সহায়ক নৌযান এর প্রাপ্যতা নিশ্চিত করা।
* নদী-সংস্কৃতি কেন্দ্র নির্মাণের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করা।
* ক্রীড়ামাস ও সাংস্কৃতিক মাস উদ্যাপনের মাধ্যমে সংস্কৃতি ও ক্রীড়া চর্চার বিকাশ এবং মানবসম্পদের উন্নয়ন ঘটানোর মাধ্যমে জেলা-ব্র্যান্ডিংকে তাৎপর্যমন্ডিত করে তোলা।
* অর্থনৈতিক অঞ্চল তৈরির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা ও জেলার আর্থ-সামাজিক কাঠামোর উন্নয়ন ঘটানো।
 

জেলা ব্র্যান্ডিং ভিডিও গ্যালারী