দুইজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
বিস্তারিত
দুইজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
দারিদ্রকে জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে অদম্য মেধাবী মোঃ রাকিবুল এবং মোছাঃ তাছলিমা আক্তার। মোঃ রাকিবুল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ২ নং ভরতখালী ইউনিয়নের বাসিন্দা। সে পরিবারের আর্থিক অস্বচ্ছলতা সত্বেও নিজের মেধাকে পুঁজি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 'ক' ইউনিটে ২০৯৪তম হয়ে গনিত বিভাগের জন্য মনোনীত হয়েছে।
অপরদিকে মোছাঃ তাছলিমা আক্তার পলাশাবাড়ী উপজেলার ২ নং মনোহরপুর ইউনিয়নের বাসিন্দা। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষায় ৩৯৪ তম স্থান অধিকার করে " রাষ্ট্রবিজ্ঞান" বিভাগের জন্য মনোনীত হয়েছে। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে এ দুই শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ প্রদান করা তাদের পরিবারের পক্ষে সম্ভব নয়। এমন সময়ে এই অদম্য মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আবদুল মতিন। তিনি আজ (২৩/১২/২০২১) জেলা প্রশাসকের কার্যালয়ে তাদেরকে আর্থিক সাহায্য প্রদান করেন এবং যে কোন প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আশ্বাস দেন। আর্থিক সাহায্য, শুভকামনা এবং দোয়া পেয়ে আপ্লুত হয়ে এই দুই মেধাবী শিক্ষার্থী জেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।