রাঁধাকৃষ্ণপুর( তিন গাছ তল), গাইবান্ধা সদর, গাইবান্ধা
গাইবান্ধা জেলা শহর হতে রিক্সা, অটোরিক্সা যোগে যাওয়া যায়।
0
নদী বিধৌত গাইবান্ধা জেলায় সবুজের কোল ঘেঁষে গড়ে উঠেছে উত্তরবঙ্গের বৃহত্তম 4 star রিসোর্ট SKS Inn. প্রায় ৬০ বিঘা জায়গা জুড়ে অবস্থিত এ রিসোর্টে ডে-লং, ফ্যামিলি গেট টুগেদার, কর্পোরেট ইভেন্ট, কনফারেন্স, বিয়েসহ সকল প্রকার ইভেন্ট আয়োজন করতে পারবেন। এসকেএস ইন্-এ রয়েছে ডিলাক্স রুম, টুইন ও ফ্যামিলি রুম, ওয়াটার ভিলা, গার্ডেন ভিউ ভিলা, ফ্যামিলি ভিলা, লেক ফ্রন্ট ভিলা। যেখানে স্বাচ্ছন্দে রাত্রী যাপন করা যায়। এখানে আপনি পাচ্ছেন সুবিশাল সুইমিংপুল, বোটিং, সাইকেলিং, ফিশিং, জিমনেশিয়াম, স্যুনা, স্টিম বাথ, ঝুুুলন্ত ব্রিজ, চিল্ড্রেন জোন। প্রতিদিন সন্ধ্যায় লাইভ বাউল গান, মিনি চিড়িয়াখানা, ২৪/৭ রেস্টুরেন্ট, ক্যাফে, ইনডোর গেমস, লন্ড্রি সুবিধাসহ আরো অনেক কিছু। ফ্যামিলি এবং কর্পোরেট ইভেন্ট ছাড়াও এসকেএস ইন্ -কে কেন্দ্র করে গাইবান্ধাসহ পার্শ্ববর্তী জেলা সমূহের ঐতিহাসিক/দর্শনীয় স্থান ভ্রমণের জন্য ট্যুর প্ল্যান করতে পারেন যেকোনো দিন, যেকোনো সময়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস