ফুলছড়ি উপজেলার বালাসীঘাট একটি দর্শনীয় স্থান । এখানে প্রতিদিন পার্শ্ববর্তী উপজেলা, জেলার পাশাপাশি বিদেশী পর্যটক বালাসী ঘাটের প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য আসেন। বালাসী ঘাট প্রাকৃতিক দৃশ্য মন্ডিত একটি দর্শনীয় স্থান। যমুনা নদির পারে এই ঘাট অবস্থিত। এখানে রেলওয়ের ঘাট লোড-আনলোড স্টেশন অবস্থিত।
নদীভাঙ্গন জনিত কারনে ও পলি মাটির দ্বারা নদীর তলদেশ ভরাট হওয়ায় বালাসী ঘাটে ঘাট বা নৌবন্দরটি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার বালাসী নামক ঘাট বা নৌবন্দরটি স্থানান্তর করা হয়। তখন থেকে এটি বালাসি ঘাট বা নৌবন্দর নামে পরিচিত। এই ঘাট বা নৌবন্দরের মাধ্যমে দেশের ভিবিন্ন স্থানে এমনকি বিদেশেও মালামাল পরিবহন করা হয়। এর প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর ও মনোরম। আগে ফুলছড়ি ঘাটে ভিড়তো বড় বড় জাহাজ,লঞ্চ,স্টিমার। ইংরেজ লর্ডরা গাইবান্ধার নাম না জানলেও চিনতো ফুলছড়ি ঘাট।
কিভাবে যাওয়া যায়:
গাইবান্ধা জেলা বাসস্ট্যান্ড হতে অটো রিক্সা, রিক্সা ও সি.এন.জি.যোগে যাওয়া যায়।
অবস্থান:
গাইবান্ধা জেলা শহর হতে প্রায় ১০ কিলোমিটার পূর্ব দিকে ফুলছড়ি উপজেলার, কঞ্চিপাড়া ইউনিয়নে অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS